Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রদেয় সেবা সমুহের তালিকা

 

 

প্রদেয় সেবা সমুহঃ

 

 ১। শিক্ষকদের স্বল্বকালীন প্রশিক্ষণ চহিদা নিরূপন করা।

 ২। প্রশিক্ষণ সামগ্রী প্রণয়ন,তৈর,ব্যবহার ও সংরক্ষণ করা।

 ৩। বিভিন্ন বিষয়ের উপর পাঠ সংশ্লিষ্ট উপকরণের চাহিদা শনাক্তকরন,উপকরণ তৈরী,ব্যবহার ও সংরক্ষণের উপর   কর্মশালা/প্রশিক্ষণের ব্যবস্থা করা।

 ৪। শিক্ষকদের প্রশিক্ষণও অন্যান্য তথ্য সংবলিত ডাটাবেজ তৈরী।

 ৫। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের, ব্রাক বিদ্যালয়ের ,কেজি স্কুল জরিপ সম্পূর্ণ করা।

 ৬।শ্রেণিতে বিষয়ভিত্তিক শিখন-শেখানো কাজ পর্যবেক্ষণ করে শিক্ষকের উন্নয়নক্ষেত্র চিহ্নিতকরণ এবং উন্নয়নক্ষেত্র বিবেচনায় শিক্ষককে তত্ত্বাবধানমূলক সহায়তা প্রদান।

 ৭। শ্রেণিকক্ষে পাঠদানে  শিক্ষকের পূর্ব প্রস্ত্ততি, পাঠ-উপস্থাপন পদ্ধতি ও কৌশল, শ্রেণি ব্যবস্থাপনা ও মূল্যায়ন কৌশল নির্ধারণপূর্বক শ্রেণি শিখন-শেখানো কাজ পরিচালনায় পুনঃপুন সহায়তা    প্রদান।

  ৮। শিক্ষকের প্রারম্ভিক ও পুনঃপুন সহায়তা প্রদান পরবর্তী শ্রেণি শিখন-শেখানো কাজে পেশাগত দক্ষতা   উন্নয়ন   ও প্রয়োগের অগ্রগতি নিরূপণ।

  ৯। প্রত্যেক শ্রেণির সকল শিশুর বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা ও অর্জিত প্রান্তিক যোগ্যতা যাচাইকরণ।

  ১০। ডিপিইডি প্রশিক্ষণে বিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের সহায়তা করা।

১১। চাহিদার ভিত্তিতে শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা।

১২। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রারম্ভিক প্রশিক্ষণ (Induction training) প্রদান।

১৩। প্রাক-প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান।

১৪। প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ প্রদান।

১৫। শিক্ষকদের যোগ্যতাভিত্তিক প্রশ্নপ্ত্র প্রণয়ন ও খাতা মূল্যায়ন সংক্রান্ত প্রশিক্ষণ  প্রদান।

১৬। চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ লিফলেট তৈরী।

১৭। চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিদর্শণ।